
৬ কোটি টাকায় সেরা সাঁতারুর খোঁজে ফেডারেশন
তৃণমূল থেকে প্রতিভা তুলে এনে তাদের লম্বা ট্রেনিংয়ের মাধ্যমে সেরা সাঁতারু খুঁজে বের করার যে পরিকল্পনা নিয়েছিল বাংলাদেশ সাঁতার ফেডারেশন, সেই কার্যক্রম শুরু হচ্ছে শনিবার। ‘সেরা সাঁতারুর খোঁজে’ নামের এই কর্মসূচি এর আগে অনুষ্ঠিত হয়েছিল ২০১৮ সালে। ৭ বছর পর আরেকটি কর্মসূচি হতে যাচ্ছে ফেডারেশনের নতুন কমিটির হাত ধরে। এ কর্মসূচি সফল করতে ফেডারেশন ৬ কোটি টাকার বাজেট নির্ধারণ করেছে।
২০১৬ সালের পর দক্ষিণ এশিয়ান গেমসে স্বর্ণ আসেনি সাঁতারে। আবার স্বর্ণ জিততে হবে-সেই প্রতিশ্রুতি নিয়েই ফেডারেশন নামছে সেরা সাঁতারুর খোঁজে। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে মেধাবী সম্ভাবনাময় ও সুবিধাবঞ্চিত সাঁতারুদের খুঁজে বের করে তাদের দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ দেওয়ায় ফেডারেশনের উদ্দেশ্য এ কর্মসূচি শুরুর আগে বৃহস্পতিবার বৃহস্পতিবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) অডিটরিয়ামে সাঁতার ফেডারেশন আয়োজন করে সংবাদ সম্মেলনের। সেখানে কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন বাংলাদেশ সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহীন। এ সময় পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান প্রাইম ব্যাংকের হেড অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন সৈয়দ রায়হান তারেক, যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক তারকা সাঁতারু নিবেদিতা দাসসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
- ট্যাগ:
- খেলা
- সাঁতার প্রতিযোগিতা
- সাঁতার