
এখনও হকি এশিয়া কাপে সুযোগ পেতে পারে বাংলাদেশ?
ডেইলি স্টার
প্রকাশিত: ০৮ মে ২০২৫, ১৯:১৪
ভারত-পাকিস্তানের মধ্যকার চলমান উত্তেজনার প্রভাবে অনেক ক্রীড়া ইভেন্ট অনিশ্চয়তায় পড়েছে। আর এ পরিস্থিতি আশীর্বাদ হয়ে আসতে পারে বাংলাদেশ হকি দলের জন্য।
সম্প্রতি বাংলাদেশ দল এশিয়া কাপের মূল পর্বে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছে। এবারই প্রথম এশিয়ার সর্বোচ্চ পর্যায়ের হকি প্রতিযোগিতায় অংশ নিতে পারছে না তারা। বাছাই (এএইচএফ কাপ) থেকে দুইটি দলকে সুযোগ দেওয়া হয় মূল আসরে। এবার সেই জায়গা নিয়েছে ওমান ও চাইনিজ তাইপে, আর বাংলাদেশ হয়েছে তৃতীয়।
এবারের আট দলের এশিয়া কাপ আগস্ট-সেপ্টেম্বরে ভারতের বিহারে আয়োজনের কথা রয়েছে। এই প্রতিযোগিতায় পাকিস্তান স্বয়ংক্রিয়ভাবে যোগ্যতা অর্জনকারী দলগুলোর একটি। তবে পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দুই দেশের মধ্যে সদ্য সংঘটিত রাজনৈতিক উত্তেজনা ভারতের মাটিতে পাকিস্তানের খেলার সম্ভাবনাকে প্রায় অসম্ভব করে তুলেছে।