ভারত-পাকিস্তান সংঘাত: পাকিস্তান থেকে আমিরাতে সরিয়ে নেওয়া হলো পিএসএল

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৯ মে ২০২৫, ১২:০৮

প্রতিবেশী দুই দেশ ভারত ও পাকিস্তানের চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির ধাক্কা লাগল ক্রিকেটে। পাকিস্তান সুপার লিগের দশম আসরের বাকি অংশ পাকিস্তান থেকে সরিয়ে নেওয়া হলো সংযুক্ত আরব আমিরাতে।


সংবাদ বিবৃতিতে বৃহস্পতিবার মধ্য রাতে এই সিদ্ধান্ত জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। টুর্নামেন্টের বাকি থাকা ৮ ম্যাচের দিনক্ষণ ও ভেন্যু শিগগিরই জানানো হবে বলছেন আয়োজকরা।


ভারত ও পাকিস্তানের চলমান সংঘাতের প্রভাবে বৃহস্পতিবার বিকেলে স্থগিত করে দেওয়া হয় পেশাওয়ার জালমি ও করাচি কিংসের মধ্যকার রাতে অনুষ্ঠিতব্য ম্যাচ। পরে এক জরুরি সভায় পুরো টুর্নামেন্টই সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো।


কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলাকে ঘিরে বেশ কিছুদিন ধরে ভারত-পাকিস্তানে উত্তেজনা বিরাজ করছে। নানা ঘটনাপ্রবাহের পর বৃহস্পতিবার পাকিস্তানের বেশ কিছু জায়গায় ড্রোন হামলা করে ভারত। এতে ক্ষতিগ্রস্ত হয় রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়াম।


এরপর থেকে আরও নিরাপত্তা শঙ্কায় পড়ে গেছেন পিএসএল খেলতে যাওয়া বিদেশি ক্রিকেটাররা। বৃহস্পতিবার দুপুরের পর পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির সঙ্গে জরুরি বৈঠক করেন তারা। ওই বৈঠকের পরই পেশাওয়ার-করাচি ম্যাচ স্থগিতের সিদ্ধান্ত জানানো হয়।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও