
তিন সপ্তাহে ১০ হাজার কোটি রুপি বিনিয়োগ হারিয়েছে ভারত
চলতি সেপ্টেম্বর মাসের প্রথম তিন সপ্তাহে ভারতের বিভিন্ন কোম্পানি থেকে ১০ হাজার কোটি রুপির বেশি বিদেশি পোর্টফোলিও বিনিয়োগ বেরিয়ে গেছে। যুক্তরাষ্ট্রে ক্রমবর্ধমান সুদের হার, মন্দার আশঙ্কা এবং দেশীয় শেয়ারের অতিমূল্যায়ন—এ তিন কারণে এই বিপুল পরিমাণ অর্থ ভারতের বাইরে চলে যায়।
ইকোনমিক টাইমসের খবরে বলা হয়েছে, এর আগে ভারতীয় কোম্পানিগুলোতে ইকুইটি হিসেবে বিদেশি পোর্টফোলিও বিনিয়োগ বেড়েই চলছিল। গত মার্চ থেকে আগস্ট—এই ছয় মাসে বিদেশিরা ১ লাখ ৭৪ হাজার কোটি রুপি ভারতীয় কোম্পানিগুলোতে বিনিয়োগ করেছিলেন।
ক্রেভিং আলফার ব্যবস্থাপক ও প্রধান অংশীদার মায়াঙ্ক মেহরা বিশ্বাস করেন, অর্থনৈতিক প্রবৃদ্ধির জোর সম্ভাবনা, শেয়ারের আকর্ষণীয় মূল্যায়ন ও সরকারি সংস্কার কার্যক্রম আগামী মাসগুলোতে বিদেশি বিনিয়োগ ফিরিয়ে আনতে সহায়তা করতে পারে।