ইউক্রেন যুদ্ধ দীর্ঘ করতে চায় পশ্চিম, কিন্তু সহযোগিতার বেলায় ফাঁকি

প্রথম আলো ডেভিড মিলিব্যান্ড প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১০:০১

সম্প্রতি কার্নেগি এন্ডাউমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসের জ্যেষ্ঠ ফেলো এবং ইউক্রেন যুদ্ধ সম্পর্কে অগ্রবর্তী বিশ্লেষক মাইকেল কফম্যান বলেছেন, পশ্চিমারা একটি ‘দীর্ঘ যুদ্ধের জন্য পরিকল্পনা করেছে’। তিনি মনে করেন, ইউক্রেন এখন সামরিক (গোলাবারুদ, আকাশ প্রতিরক্ষা, ইলেকট্রিক্যাল যুদ্ধসরঞ্জাম ও প্রশিক্ষণ) দিক থেকে চ্যালেঞ্জের মুখে পড়েছে।


মাইকেল কফম্যানের এই বিশ্লেষণ সঠিক। ব্যাপক মাত্রায় সামরিক অভিযানকে সামনে রেখে বিষয়টি খাটো করে দেখার সুযোগ নেই। সম্প্রতি আমি কিয়েভ সফর করেছি। আমি দেখেছি সাহসিকতা, সহনশীলতা ও অঙ্গীকার রক্ষার প্রতি ইউক্রেনের সাধারণ মানুষ কতটা অনন্য। কিন্তু এটাও সত্য যে দৃশ্যমান হোক অদৃশ্যমান হোক, সাধারণ মানুষকেই যুদ্ধের ক্ষতি বইতে হচ্ছে। যুদ্ধ যখন খুব দ্রুত শেষ হচ্ছে না, তখন শুধু সামরিক খাতে নয়, ইউক্রেনের নাগরিকদের জীবনযাপন ও মানবিক প্রয়োজনগুলো পূরণ কীভাবে করা যায়, সে পরিকল্পনা অবশ্যই করতে হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও