
ফরিদপুরে ডেঙ্গুতে শিশু, নারীসহ চারজনের মৃত্যু
ফরিদপুরে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। ডেঙ্গু জ্বরে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে শিশু, নারীসহ চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ফরিদপুরে ৩৮ জনের মৃত্যু হলো। আর গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ২৮৪ জন। আজ বুধবার জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র এই তথ্য জানিয়েছে।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, গতকাল মঙ্গলবার সকাল আটটা থেকে আজ বুধবার সকাল আটটা পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২৮৪ জন ফরিদপুর জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত ৮২১ জনের চিকিৎসা দেওয়া হচ্ছে।