বনানীতে অবস্থিত বেসরকারি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার ঘটনায় আলোচিত ২ নারী শিক্ষার্থীর একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার ভোরের দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ওই তরুণী ইউনিভার্সিটি অব স্কলার্সের শিক্ষার্থী ছিল।
আজ শুক্রবার ভোরের দিকে বনানী থানা-পুলিশ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করেছেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মঈনউদ্দীন। বনানী থানা-পুলিশ জানিয়েছে, তাঁকে আদালতে উঠিয়ে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হবে।
এর আগে, পারভেজ হত্যাকাণ্ডে আলোচিত দুই ছাত্রীকে আটক করতে রাজধানীর জুরাইনে অভিযান চালায় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। গত ২৪ এপ্রিলের সেই অভিযানে সেখানকার একটি বাসা থেকে দুই মেয়েকে আটক করা হয়। তবে তাঁদের পরিচয় নিশ্চিত করতে পারেননি অভিযানে ডিবির কর্মকর্তারা।
তার আগে, ওই দুই নারী শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করে ইউনিভার্সিটি অব স্কলার্স কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ক্যাপ্টেন মোবাশ্বের আলী খন্দকার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।