
শুনানিতে বইয়ের রেফারেন্স: ফাঁসির রায় দিতে হাসিনা-সিনহা গোপন মিটিং হয়েছিল
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ০৮ মে ২০২৫, ২১:১১
জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের আইনজীবী অ্যাডভোকেট মুহাম্মদ শিশির মনির বলেছেন, কী করে মানুষকে ফাঁসি দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর সঙ্গে একজন বিচারপতি গোপনে (সিক্রেট) আলোচনা করতে পারেন। আমরা এটি সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার বইয়ের রেফারেন্স দিয়ে দেখিয়েছি। আর বলেছি ষড়যন্ত্র করতে পারেন, সবকিছুই করতে পারেন কিন্তু সেটা একসময় প্রকাশ পায়।
মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ড থেকে খালাস চেয়ে করা আপিল আবেদনের শুনানিতে এসব কথা বলেছেন শিশির মনির।