কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

কেন্দ্রীয় ও ঢাবি ছাত্রলীগের শীর্ষনেতাদের মুখ দেখাদেখি বন্ধ

দেশ রূপান্তর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৩, ১৬:১৪

ছাত্রলীগের কেন্দ্রের সাথে সংগঠনটির সবচেয়ে গুরুত্বপূর্ণ ইউনিট ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সম্পর্কের টানাপোড়েন চলছে। গত কয়েকমাস ধরে এটি শীতল থাকলেও এই দ্বন্দ্ব নতুন মাত্রা পেয়েছে। ছাত্রলীগের ঐতিহাসিক ছাত্র সমাবেশের পর থেকে মুখ দেখাদেখিও বন্ধ কেন্দ্র ও ঢাবির শীর্ষনেতাদের। এ নিয়ে সংগঠনটির অভ্যন্তরে বড় ধরনের সংঘাত ও বিশৃঙ্খলার শঙ্কা রয়েছে। যা আগামী নির্বাচনেও প্রভাব ফেলতে পারে। তাদের এই দ্বন্দ্বের কারণে কিছুটা উদ্ধার হওয়া ইমেজ আবারো হারাতে বসেছে ছাত্রলীগ। সংগঠনটির শীর্ষ চার নেতার দ্বন্দ্ব মেটাতে আলোচনার টেবিলে বসতে হতে পারে আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত নেতাদের।


গত বছরের ২০ ডিসেম্বর কেন্দ্রীয় ছাত্রলীগের দায়িত্ব পান সাদ্দাম হোসেন ও শেখ ওয়ালী আসিফ ইনান। একইসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতৃত্ব পান মাজহারুল কবির শয়ন এবং তানভীর হাসান সৈকত। এরপর থেকেই মানসিক দূরত্ব তৈরি হয় ছাত্রলীগের শীর্ষ এই চারনেতার। হলে প্রভাব খাটানোকে কেন্দ্র করে বারবার মারামারি জড়ান তাদের অনুসারীরা। বহিষ্কার, পাল্টা বহিষ্কারের ঘটনা ঘটে। সর্বশেষ গত ১ সেপ্টেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্র সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে বক্তব্য দেওয়ার সুযোগ না দেওয়ায় বেজায় চটেছেন ঢাবি ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও