![](https://cdn.dhakapost.com/media/imgAll/BG/2023September/372271993-843048687208758-3717296966598547654-n-20230903103259.jpg)
খালি সরকারি ফ্ল্যাট ও শিক্ষার্থীর আবাসন সংকট
খালি পড়ে আছে ১৮০০ সরকারি ফ্ল্যাট। সমীক্ষা ছাড়াই নির্মাণ করা হয়েছে কর্মকর্তা–কর্মচারীদের আবাসিক ভবন। চাহিদার বিষয়টি আমলে নেওয়া হয়নি (প্রথম আলো, ১৬ নভেম্বর ২০২২)। প্রতিবেদনটি পুরোনো, কিন্তু তার বিপরীতে যে সংকটের কথা বলবো তা নতুন।
আমাদের সরকারি কর্মকর্তাদের জন্য আজিমপুর, বেইলি রোড, তেজগাঁ, মিরপুরসহ রাজধানীর প্রাইম এলাকায় অসংখ্য বিলাসবহুল ভবন বা ফ্ল্যাট বানিয়েছে সরকার। আর এই দেশের যারা ভবিষ্যৎ, ভবিষ্যতে যারা এই দেশের হাল ধরতে প্রস্তুতির জন্য বিশ্ববিদ্যালয়ে পড়ছে তাদের জন্য বসে পড়ার জন্য একটি টেবিলের ব্যবস্থা, পড়া শেষে ক্লান্ত হলে ঘুমানোর একটা বেড পর্যন্ত ব্যবস্থা করা হচ্ছে না।
এত বড় অন্যায় সরকার কীভাবে করে? এই ১৮০০ ফ্ল্যাট আমাদের প্রথম বর্ষের ছাত্রদের দিলে কত ছাত্রদের ভবিষ্যৎ নষ্ট হওয়া থেকে রক্ষা পেত তা বলে বোঝাতে পারব না। বড় উপকার হতো।
আর আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কি দেখে না? বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি দেখে না? না তারা দেখে ঠিকই কিন্তু চোখে টিনের চশমা আর মুখে তালা মেরে রাখার জন্যই রাজনীতি করে।