
ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সের মেঝেতে পড়ে আছে অজ্ঞাত ব্যক্তির লাশ
পাবনার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেঝেতে অজ্ঞাত (৬০) এক ব্যক্তির লাশ পড়ে আছে। আজ বৃহস্পতিবার সকালে ঈশ্বরদী বাইপাস স্টেশনে তিনি অসুস্থ হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মালিহা আক্তার বলেন, বেলা ১১টার দিকে আলমগীর হোসেন নামের এক অটোরিকশাচালক ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসেন। এরপর পরীক্ষা করে দেখা যায়, তিনি কিছুক্ষণ আগেই মারা গেছেন। পরে হাসপাতালেই লাশটি রয়েছে। নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।
- ট্যাগ:
- বাংলাদেশ
- লাশ উদ্ধার
- মরদেহ উদ্ধার