
সিলেটের সুরমা থেকে যুবকের মরদেহ উদ্ধার, পকেটে ভারতীয় নোট
সিলেটে সুরমা নদী থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কয়েকদিন আগে মারা যাওয়া ওই যুবকের পকেটে পাওয়া গেছে ভারতীয় মুদ্রা।
বুধবার সকাল সাড়ে ১০টায় নগরীর কাজিরবাজার এলাকার মাছ বাজারের পাশে সুরমা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়েছে বলে জানান কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ।
তিনি বলেন, স্থানীয়রা ভাসমান অবস্থায় মরদেহটি দেখে খবর দিলে পুলিশ গিয়ে উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মরদেহটি পাঁচ থেকে সাতদিন আগের; যুবকের আনুমানিক বয়স ২৫-৩০ বছর হবে।
“ওই ব্যক্তির শার্টের পকেটে দুটি ভারতীয় ২০ ও ৫০ টাকার নোট পাওয়া গেছে। তাই নিহত যুবক ভারতীয় নাগরিক হতে পারেন বলেও ধারণা করা হচ্ছে। ”
- ট্যাগ:
- বাংলাদেশ
- লাশ উদ্ধার
- মরদেহ উদ্ধার