সরকারবিরোধী অপপ্রচার ঠেকাতে হ্যাকারদের পাশে চায় পুলিশ
সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারবিরোধী গুজব (ভিডিও ও কনটেন্ট) ঠেকাতে ক্ষতিকর—নয় এমন হ্যাকারদের সহায়তা নেওয়ার চিন্তা করছে পুলিশ। তাদের পরিকল্পনায় থাকা তিনটি উপায়ের মধ্যে এই বিষয়েই বেশি জোর দেওয়া হচ্ছে। অন্য দুটি উপায় হলো আপত্তিকর কনটেন্ট সরাতে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে আবেদন করা এবং অভিযুক্তদের আইনের আওতায় আনতে কঠোর হওয়া।
পুলিশের সূত্র বলেছে, সম্প্রতি পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) কাছে এমন পরিকল্পনা তুলে ধরেছে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সাইবার পুলিশ সেন্টার। পরিকল্পনায় এথিক্যাল হ্যাকারদের সহায়তা নিতে চুক্তির কথা বলা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী সিআইডির সাইবার গোয়েন্দারা কাজও শুরু করেছেন।
তবে অপরাধ বিশ্লেষকেরা বলছেন, হ্যাকার ভাড়া করে গুজব প্রতিরোধ করা শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে পুলিশের করাটা ঠিক নয়।কারণ, এই হ্যাকাররাই আবার দুর্বলতাকে পুঁজি করতে পারে। এর চেয়ে পুলিশ সদস্যদের এ বিষয়ে দক্ষ করে তোলা সবচেয়ে উত্তম।