সেই তিমিরেই রোহিঙ্গা সংকট

ঢাকা পোষ্ট মোহসীন-উল হাকিম প্রকাশিত: ২৫ আগস্ট ২০২৩, ১০:৩০

সমস্যা বা সংকট থাকবেই। তবে সেই তা নিরসনের চেষ্টা করলে সমাধান আসে। কিন্তু রোহিঙ্গাদের নিয়ে যে সংকট তৈরি হয়েছে ছয় বছর আগে তার সমাধান নিয়ে কোনো আশার আলো দেখছি না। বরং সময়ের সাথে তা বড় হচ্ছে, বাংলাদেশ পেঁচিয়ে যাচ্ছে লতাপাতায়।


১২ লাখ মানুষকে আশ্রয় দেওয়াটাই বিশাল চাপ। বিশেষ করে বাংলাদেশের মতো জনবহুল দেশের জন্য এটি 'মড়ার উপর খাঁড়ার ঘা'। বাংলাদেশের চেষ্টা আছে। গেল ছয় বছরে অনেক উদ্যোগই নেওয়া হয়েছে। কিন্তু একমাত্র স্থায়ী সমাধান প্রত্যাবাসন এখনো শুরুই হয়নি।


মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে পালিয়ে আসা ১২ লাখ রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে বাংলাদেশ। আজকের প্রতিযোগিতামূলক বিশ্বে এমন মহানুভবতা আর কোনো দেশ দেখায়নি। মানবাধিকার নিয়ে সারা বিশ্ব কথা বলছে। বিশ্ব মোড়লরা দ্বিপাক্ষিক বা বহুপাক্ষিক সম্পর্কের পূর্বশর্ত হিসেবে মানবাধিকারকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। অথচ বাংলাদেশের এই সংকটে তাদের কাঙ্ক্ষিত ভূমিকা রাখতে দেখি না আমরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও