বৃষ্টিতেও সড়কে ৭ কলেজের শিক্ষার্থীরা, আলোচনার প্রস্তাব পুলিশের
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ২২ আগস্ট ২০২৩, ১৫:৪৭
দীর্ঘদিনের একদফা দাবি অর্থাৎ সিজিপিএ শর্ত শিথিল করে পরবর্তী বর্ষে প্রমোশনের জন্য আন্দোলন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের স্নাতক পড়ুয়া বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা। মঙ্গলবার (২২ আগস্ট) দুপুর ১২টা ৪০ মিনিট থেকে নীলক্ষেত মোড় অবরোধ করে আন্দোলন করছেন তারা। এখন পর্যন্ত প্রায় দেড় ঘণ্টা ধরে সড়ক অবরোধ করে দাবি আদায়ের জন্য বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে তাদের।
দুপুর ২টা নাগাদ প্রবল বৃষ্টি শুরু হলেও সড়ক থেকে নিজেদের অবস্থান থেকে সরে দাঁড়াননি আন্দোলনকারী শিক্ষার্থীরা। আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলছেন, একদফা দাবি আদায় না হলে সড়ক ছেড়ে যাবেন না তারা।
শিক্ষার্থীদের একদফা দাবিটি হলো :
◑ সিজিপিএ সিস্টেম শিথিল করে অকৃতকার্য বিষয়ে মানোন্নয়ন পরীক্ষার মাধ্যমে পরবর্তী বর্ষে প্রমোশন দিতে হবে।