কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

কিছু জট খুলবেন হাথুরুসিংহে

সমকাল প্রকাশিত: ১০ আগস্ট ২০২৩, ০৯:৩২

এশিয়া কাপের দল গোছানো নিয়ে দু-একটি জায়গায় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বেশ কিছুদিন ধরে দোটানায় রয়েছেন জাতীয় দলের নির্বাচকরা। বিষয়টি নিষ্পত্তি করতে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও নতুন অধিনায়কের জন্য অপেক্ষা তাদের। হাথুরুসিংহে বড় ছেলেকে নিয়ে গতকাল ঢাকায় ফিরেছেন ছুটি থেকে। তিনি এসে যাওয়ায় জাতীয় দলের আনুষ্ঠানিক অনুশীলনও শুরু হবে আজ। ১৫ জনের দল নির্বাচনের জটও খুলবে কোচের সঙ্গে জাতীয় দল নির্বাচকদের মিটিংয়ের মধ্য দিয়ে। শুধু দল নির্বাচন করলেই হবে না, অধিনায়কের সুরাহাও হতে হবে। কারণ, ১২ আগস্টের মধ্যে অধিনায়কসহ এশিয়া কাপের দল দিতে হবে এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে (এসিসি)।


বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস দু’দিন আগে মিডিয়ায় বলেছিলেন, তিন দিনের মধ্যে অধিনায়ক এবং দল দুটিই দেওয়া হবে। সে হিসেবে কালকের মধ্যে দল ও অধিনায়কের নাম জেনে যাওয়ার কথা সবার। কিন্তু বাংলাদেশের ক্রিকেট বাস্তবতায় সবকিছু এতটাই অনিশ্চিত থাকে যে, শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও