অনুকরণীয় দৃষ্টান্তের মানুষ বঙ্গমাতা

কালের কণ্ঠ সেলিনা হোসেন প্রকাশিত: ০৮ আগস্ট ২০২৩, ০৯:৫৯

অসাধারণ নারী খনা কৃষি চাষে অগ্রণী ভূমিকা পালন করে কৃষকের কাছে অবিস্মরণীয় মানবী হয়ে উঠেছিলেন। কৃষি বিষয়ে তাঁর জ্ঞানকে সহ্য করতে পারেননি তাঁর শ্বশুর। তিনি তাঁর ছেলে মিহিরকে নির্দেশ দিয়েছিলেন খনার জিহ্বা কেটে ফেলার জন্য। মিহির বাবার নির্দেশ পালন করেছিলেন।


মৃত্যু হয়েছিল খনার, কিন্তু এখন পর্যন্ত টিকে আছে খনার বচন। অসংখ্য কৃষিবিষয়ক বচনের পাশে তাঁর একটি বচন এমন :


‘যদি বর্ষে মাঘের শেষ


ধন্য রাজার পুণ্য দেশ।’


কৃষিব্যবস্থার সঙ্গে যুক্ত হয় ফসলের উৎপাদন। ফসলের সঙ্গে যুক্ত হয় গোলাভরা ধান, থালাভরা ভাত।


যুক্ত হয় সাধারণ মানুষের খেয়ে-পরে বেঁচে থাকার অধিকার। এর পরে আমরা স্মরণ করি মুসলিম মেয়েদের শিক্ষাব্যবস্থায় অধিকার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালনকারী মহীয়সী নারী বেগম রোকেয়াকে। তিনি ঘরে ঘরে গিয়ে মেয়েদের স্কুলে এনে রক্ষণশীলতার গণ্ডি ভেঙেছিলেন। সমাজকে জেন্ডার সমতার মুখোমুখি করেছিলেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও