রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি ইউরেনিয়াম রডের প্রথম চালান সেপ্টেম্বর নাগাদ দেশে আসিতেছে। আগামী বৎসর অত্যাধুনিক বিদ্যুৎকেন্দ্রটি উৎপাদনে আসিলে আশা করা যাইতেছে যে, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত হইবে। ইহার ফলে গতিশীল হইবে অর্থনীতি। কাজেই বিদ্যুৎকেন্দ্রটির অগ্রগতি শুভবার্তা প্রদান করিতেছে। আশঙ্কার বিষয়, ইউরেনিয়াম রড উচ্চমাত্রার তেজস্ক্রিয় পদার্থ। ইহার পরিবহন ও সংরক্ষণ অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
শনিবার সমকালে প্রকাশিত সংবাদে বলা হইয়াছে, রাশিয়া হইতে বিশেষ বিমানে এই তেজস্ক্রিয় জ্বালানি ঢাকা আনিবার পর কড়া নিরাপত্তা ও গোপনীয়তায় সড়কপথে পাবনার রূপপুরের প্রকল্প স্থানে পৌঁছানো হইবে। দেশে পরিবহন ও সংরক্ষণের সময় দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণের জন্য বীমা করা হইতেছে না। আন্তর্জাতিক কনভেনশন ও বাংলাদেশ অ্যাটমিক এনার্জি রেগুলেটরি আইন অনুসারে পারমাণবিক স্থাপনা ও পারমাণবিক জ্বালানি সম্পর্কিত দুর্ঘটনার ক্ষতির দায় সম্পূর্ণরূপে অপারেটর বা লাইসেন্সির হইলেও এই দায় লইতেছে সরকার। বীমা করিলে ভোক্তা পর্যায়ে বিদ্যুতের দাম বাড়িবে। এই কারণে সেই পথে না হাঁটিয়া সরাসরি সরকার দায় লইতেছে।