রংপুরবাসীর প্রাপ্তি ও প্রত্যাশা
১১ বছর পর প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা রংপুর সফরে এলেন। গতকাল তিনি রংপুর জেলা স্কুল মাঠে বিভাগীয় সমাবেশে ভাষণ দিয়েছেন। রংপুরে তার এই আগমন শুধু রাজনৈতিক যোগাযোগই নয়, এ অঞ্চলের ভাগ্যোন্নয়নের সঙ্গেও সম্পর্কিত। রংপুরবাসীর প্রাপ্তি থেকে অনেক প্রত্যাশারও জন্ম নিয়েছে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বেশির ভাগ সময় ক্ষমতায় থেকেছে জাতীয় পার্টি, বিএনপি ও আওয়ামী লীগ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাড়া দীর্ঘ মেয়াদে যারা শাসনক্ষমতায় থেকেছেন তারা সবাই এ অঞ্চলের মানুষ। জিয়াউর রহমান বগুড়ার, এইচ এম এরশাদ রংপুর শহরের সন্তান এবং খালেদা জিয়া দিনাজপুরের সন্তান ও বগুড়ার বউ। আশ্চর্যজনক হলেও সত্য যে, এ অঞ্চলের মানুষ রাষ্ট্রক্ষমতায় থেকেও নিজের এলাকা রংপুর অঞ্চলের জন্য উল্লেখযোগ্য উন্নয়ন পাটাতন নির্মাণ করেননি বা করতে পারেননি। অথচ শাসকগণ দেশে সুষম উন্নয়ন নিশ্চিত করবেন—এটা সবার কাম্য।