খুন হওয়া শিশুর এআই ক্লিপ ছড়ানোয় ‘ক্ষমা চাইতে হবে’ টিকটককে
৩০ বছর আগে ইংল্যান্ডে খুন হয়েছিল দুই বছর বয়সী এক শিশু। এআইয়ের তৈরি সেই ‘হত্যার ভিডিও’ ছড়িয়েছে ভিডিও শেয়ারিং সাইট টিকটকে।
এআই’র তৈরি ওই ভিডিও ক্লিপগুলোয় দেখা যায়, খুন হওয়া ওই দুই বছর বয়সী শিশুর অ্যানিমেটেড সংস্করণ নিজ মৃত্যু মুহূর্তের বিস্তারিত ব্যাখ্যা করছে।
‘বীভৎস’ ওই ভিডিও ক্লিপ প্রকাশ নিয়ে সামাজিক মাধ্যম টিকটকের ক্ষমা প্রার্থনার দাবি উঠেছে যুক্তরাজ্যে।
১৯৯৩ সালের ১২ ফেব্রুয়ারি জেমস বালজার নামে ওই শিশুকে লিভারপুলের মার্সেইসাইড শপিং সেন্টার থেকে অপহরণ করে জন ভেনাবেলস ও রবার্ট থম্পসন। সে সময় দুইজনেরই বয়স ছিল ১০ বছর। পরবর্তীতে, ওই শিশুর ওপর নিপীড়ন চালিয়ে তাকে হত্যা করা হয়।
ছড়িয়ে পড়া ভিডিওগুলোর একটি দেখার কথা বলেছে ব্রিটিশ গণমাধ্যম স্কাই নিউজ। এতে দেখা গেছে, জেমসের একটি ছবি অ্যানিমেট করে তার ঠোঁট নাড়ানো হচ্ছে, যেখানে একটি কৃত্রিম কণ্ঠস্বরের মাধ্যমে পুরো ঘটনার ব্যাখ্যা দিচ্ছে শিশুটি।