![](https://media.priyo.com/img/500x/https://gumlet.assettype.com/bdnews24%2F2023-07%2F7da65a16-b2e5-42c0-ad72-08c8b264b0db%2Fmunshiganj_rab_240723_01.jpg?auto=format%2Ccompress&fmt=webp&format=webp&w=768)
জঙ্গি দল জামাতুল আনসারের ‘আমির’ আনিসুর গ্রেপ্তার
মুন্সিগঞ্জের লৌহজংয়ে এক বাড়ি ঘিরে অভিযান চালিয়ে নতুন জঙ্গি দল জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার কথিত আমির মো. আনিসুর রহমান ওরফে মাহমুদসহ তিনজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে র্যাব।
রোববার রাত ৩টা থেকে লৌহজং উপজেলার বড় নওপাড়া গ্রামে এই অভিযানে ওই বাড়ি থেকে দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, বোমা তৈরির সরঞ্জাম, উগ্রবাদী পুস্তিকা ও নগদ টাকা জব্দ করার কথা জানিয়েছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আ ন ম ইমরান খান।
ওই বাড়ির মালিক আনোয়ারা বেগমের স্বামী বদিউর রহমান মারা গেছেন, ছেলেরা আলাদা থাকায় ওই বাড়ি তিনিই দেখভাল করেন।
আনোয়ারা বেগম জানান, তার একতলা ভবনের দুটি কক্ষ তিন দিন আগে ভাড়া নেন হাসান নামের একজন। এক পরিবারের সদস্য পরিচয় দিয়ে তিনজন পুরুষ বাসায় ওঠেন, পরিবারের নারী সদস্যরা পরে আসবেন বলে সে সময় তারা জানান।
“ভাড়া ঠিক হয়েছিল এক হাজার টাকা বিদ্যুৎ বিলসহ মোট ৫ হাজার টাকা। নতুন ভাড়াটেরা বলেছিল, জাতীয় পরিচয়পত্র দুই দিন পরে দেবে।”