কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সুপার ফাইভের নিয়ন্ত্রণে বিএনপি

www.kalbela.com মেজর (অব.) আখতারুজ্জামান প্রকাশিত: ১৬ জুলাই ২০২৩, ১৩:৩৮

বিএনপিতে সুপার ফাইভের রাজনীতি চলছে মন্তব্য করেছেন দলটির বহিষ্কৃত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান। তিনি বলেছেন, বিএনপিতে চাটুকারিতার রাজনীতি চলছে। দলের ভেতর সুপার ফাইভ তৈরি হয়েছে। এই সুপার ফাইভকে কেউ মানে না; কিন্তু পদ তারা আঁকড়ে ধরে আছেন। এর বাইরে আমাদের যাওয়ার সুযোগ নেই। বিষয়টি খালেদা জিয়া ও তারেক রহমানকে বোঝাতে পারিনি বলেই আমি ব্যর্থ হয়েছি। কালবেলাকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, তারেক রহমানের গায়ে হাত দেওয়ার মতো অবস্থা বর্তমান সরকারের নেই। তাই অনতিবিলম্বে তারেক রহমানের বাংলাদেশে চলে আসা উচিত। বিদ্যমান পরিস্থিতি মোকাবিলা করা উচিত। তাহলে তারেক রহমান আগামী দিনের বাংলাদেশের নায়ক হবেন। সাক্ষাৎকারটি নিয়েছেন এম এম মুসা -


কালবেলা: জাতীয় নির্বাচন সামনে রেখে রাজনৈতিক অস্থিরতার আশঙ্কা করা হচ্ছে। বিষয়টি কীভাবে দেখছেন?


মেজর (অব.) আখতারুজ্জামান: বিএনপি স্পষ্ট করে বলেছে, বর্তমান সরকারের অধীনে তারা সুষ্ঠু ও অবাধ নির্বাচনের সম্ভাবনা দেখে না। তাই বিএনপি গত দুই বছরে কোনো নির্বাচনে অংশগ্রহণ করেনি। যেসব নেতা নির্বাচনে গেছে বিএনপি তাদের বহিষ্কার করেছে। এর উদ্দেশ্য হলো বিএনপি পরিষ্কারভাবে জানিয়ে দিতে চায়, তারা এই সরকারের অধীনে কোনো নির্বাচনে যাবে না। দলের সিদ্ধান্ত আমাদের সবার সিদ্ধান্ত, এই সরকারের অধীনে নির্বাচনে যাওয়া কোনো অবস্থাতেই সম্ভব নয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও