কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

উপকূলের গ্রাম কি আর গ্রাম থাকবে

প্রথম আলো কামাল আহমেদ প্রকাশিত: ০৬ জুলাই ২০২৩, ১৩:৩২

বিদেশি সংবাদমাধ্যমে বাংলাদেশ খুব বেশি একটা শিরোনাম হয় না। কিন্তু গত ২৯ জুন নিউইয়র্ক টাইমস–এর আন্তর্জাতিক সংস্করণের প্রথম পাতায় ছয় কলামের মধ্যে চার কলামজুড়ে শিরোনাম ‘পানির বিড়ম্বনা: একটি প্রাক্‌-পর্যালোচনা’ (ওয়াটার ট্রাবলস: আ প্রিভিউ)।


চার দিন আগে যুক্তরাষ্ট্র সংস্করণে একই প্রতিবেদন প্রথম পাতায় এক কলামে ছাপা হয়েছিল, যার শিরোনাম ছিল পানির সংকট, যা শিগগিরই আপনার কাছে পৌঁছাতে পারে (হিয়ার’স আ লুক অ্যাট দ্য ওয়াটার ক্রাইসিস দ্যাট মাইট বি কামিং টু ইউ সুন)।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও