ইতিহাস মুছে ফেলায় যে দেশটি সবার চেয়ে এগিয়ে
চার্লসটন যুক্তরাষ্ট্রের রাজ্য সাউথ ক্যারোলাইনার সমুদ্রবন্দর নগরী। আটলান্টিকের পাড়ের এই নগরী ছিল দাস-বাণিজ্যের অন্যতম কেন্দ্র। একসময়ে পুরো যুক্তরাষ্ট্রে আফ্রিকা থেকে যত মুক্ত মানুষকে দাস বানিয়ে আনা হতো, তাদের অর্ধেকই এই বন্দর দিয়ে আসত।
বন্ধু দম্পতি শের খান ও ড. তারানা দীবার উদ্যোগে এই নগরীতে যেতে পারলাম। যেখানে এনে দাস কেনাবেচা হতো, সেই বাজারকাঠামো এখনো আছে। পুরোনো বাজারের ঘরগুলো সেভাবেই আছে। সেগুলো মেরামত করে কয়েকটিতে এখন এসি লাগানো হয়েছে।
বাকিগুলো খোলা। সেখানে এখন নানা গয়নাগাটি, কাপড়চোপড়, হস্তশিল্প কেনাবেচা হচ্ছে। ওপরে একটা জাদুঘর আছে। কিন্তু কোথাও দাস-বাণিজ্যের কথা উল্লেখ নেই। তার চিহ্নও নেই কোথাও।