দেশের অর্থনীতিতে গতি বাড়াতে সরকার গোটা দেশে ১০০টি অর্থনৈতিক অঞ্চল স্থাপনের উদ্যোগ নিয়েছে। ২০৩০ সাল নাগাদ সেগুলোর বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। ২০১০ সালে এ–সংক্রান্ত আইন পাস হয়।
যদিও এখন পর্যন্ত ১৮টি শিল্পনগর আংশিক ও পূর্ণাঙ্গভাবে তৈরি হয়েছে। সেগুলোর মধ্যে অন্যতম চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে ১৪৪টি শিল্পপ্রতিষ্ঠানকে জায়গা বরাদ্দ দেওয়া হলেও এখন পর্যন্ত উৎপাদন পর্যায়ে গেছে মাত্র পাঁচটি, নির্মাণাধীন রয়েছে আরও ১৮টি। সেখানে একটি পোশাকপল্লি প্রতিষ্ঠার জন্যও জায়গা বরাদ্দ পান পোশাক খাতের ব্যবসায়ীরা।
তাঁরা কয়েক ধাপে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) কাছে প্রায় ৩০০ কোটি টাকাও জমা দেন। কিন্তু জমি বরাদ্দ চুক্তির দুই বছরেও কেউ সেখানে কারখানা নির্মাণের কাজ শুরু করেননি। এ নিয়ে দুই পক্ষ পরস্পরকে দুষছেন। ফলে সেখানে পোশাকপল্লি প্রতিষ্ঠা নিয়ে একধরনের অনিশ্চয়তাও তৈরি হয়েছে।
- ট্যাগ:
- মতামত
- মিরসরাই
- পোশাকশিল্প
- অর্থনীতি