হলি আর্টিসানে হামলার রাত ও তারপর
আমি ৩২ বছর পুলিশে চাকরি করেছি। পুলিশপ্রধানের পদ অলংকৃত করে ২০১৮ সালের ৩ জানুয়ারি চাকরি থেকে অবসর গ্রহণ করি। আমার দায়িত্ব পালনকালে দেশে অনেক ঘটনাই ঘটেছে। তার মধ্যে গুলশানের হলি আর্টিসান বেকারিতে জঙ্গি হামলা ছিল এক রোমহর্ষক ঘটনা। ওই ঘটনা ঘটিয়েছিল আইএস নামধারী কতিপয় দেশি জঙ্গি। পরবর্তী সময়ে তদন্তে প্রকাশ পায় তামিম চৌধুরী নামে এক শীর্ষ জঙ্গির নেতৃত্বে হলি আর্টিসানের মর্মান্তিক ঘটনা ঘটানো হয়। তদন্তে তামিম চৌধুরী সম্পর্কে অনেক তথ্য বেরিয়ে আসে। তামিম চৌধুরীর জন্ম বাংলাদেশের সিলেট অঞ্চলে। শৈশবে তিনি পরিবারের সঙ্গে কানাডা পাড়ি জমান। সেখানেই বেড়ে ওঠেন। যে কোনোভাবেই হোক তিনি আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএসের সঙ্গে সম্পৃক্ত হন। আইএসের পক্ষে সিরিয়াতে যুদ্ধ করেছিলেন বলে জানা যায়। শায়খ আবদুর রহমান ও বাংলা ভাইয়ের ফাঁসি হওয়ার পর জঙ্গি সংগঠন জেএমবির কর্মী-সমর্থকরা নিষ্ক্রিয় হয়ে পড়ে। ২০১৩ সালে তামিম চৌধুরী আইএসের প্রতিনিধি হিসেবে বাংলাদেশে আসেন। তিনি জেএমবির নিষ্ক্রিয় সদস্যদের সংগঠিত করে তাদের চাঙ্গা করে তোলেন। প্রশিক্ষণ ও উদ্বুদ্ধ করে তাদের তথাকথিত জিহাদের সৈনিক হিসেবে তৈরি করেন। এরাই নিউ জেএমবি হিসেবে পরিচিতি পায়।