জামায়াত কার ‘বি টিম’ কিছুদিন পর বোঝা যাবে

সমকাল ড. ইমতিয়াজ আহমেদ প্রকাশিত: ০২ জুলাই ২০২৩, ০১:৩১

দেশের বর্তমান ব্যবস্থায় বিএনপি নির্বাচনে যাবে কিনা, সেটি একটি বড় বিষয়। আশা করা যায়, আগামী নির্বাচন নিয়ে বিএনপির অবস্থান আরও পরিষ্কার হবে শিগগিরই। কেননা নিয়ম অনুযায়ী আগামী নির্বাচনের সময় কাছাকাছি চলে এসেছে। বিএনপিকে বিষয়টি পরিষ্কার করতে হবে, কারণ দলটি যেহেতু নির্বাচনের কথা বলে আসছে। আমাদের দেশের রাজনীতি যে ধরনের, তাতে নির্বাচনে কোনো দল না গেলে তখন হিসাবনিকাশ আলাদা হয়।


এমন পরিস্থিতিতে জামায়াতে ইসলামীর রাজনীতি কোন দিকে যাবে, সেটি এখন দেখার বিষয়। জামায়াত নিষিদ্ধ রাজনৈতিক দল না হলেও এখন তাদের নিবন্ধন বাতিল অবস্থায় রয়েছে, তাই তারা নির্বাচনে দলগতভাবে বা দলীয় প্রতীকে অংশ নিতে পারছে না। যদিও দলটি তাদের নিবন্ধন ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়ে যাচ্ছে। জামায়াতের গঠনতন্ত্র অনুসারে, দলীয়প্রধান নারী হতে পারবেন না। এটি বাংলাদেশের সংবিধানবিরোধী অবস্থান। দেশের সরকারপ্রধানও নারী হতে পারবেন না– এমনটা সেখানে বলা আছে।  জামায়াতের বিরুদ্ধে আরও যেসব অভিযোগ রয়েছে, তা ইতোমধ্যে বহু আলোচনায় এসেছে। এমন পরিস্থিতিতে জামায়াতের দলীয় গঠনতন্ত্রে কোনো পরিবর্তন আসবে কিনা, সেটিও দেখার বিষয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও