হন্ডুরাসে জেলের নিয়ন্ত্রণ নিচ্ছে সেনাবাহিনী
হন্ডুরাসে জেলের নিয়ন্ত্রণ নিতে শুরু করেছে দেশটির সেনাবাহিনী। গত সপ্তাহে নারীদের জেলে গ্যাং-ওয়ারে ৪৬ জনের মৃত্যু পর এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, তারা অপারেশন ‘ফেইথ অ্যান্ড হোপ’ শুরু করেছে। জেলের নিয়ন্ত্রণ নিতেই এ অপারেশন পরিচালনা করা হচ্ছে।
সোমবার (২৬ জুন) সকাল থেকে তামারা পেনাল সেন্টারে অভিযান শুরু হয়।
সেনাবাহিনী জানিয়েছে, তারা জেলের ভেতর থেকে প্রচুর অত্যাধুনিক অস্ত্র, গ্রেনেড, গোলাবারুদ, মোবাইল জব্দ করেছে। বেআইনি ইন্টারনেট সংযোগও পাওয়া গেছে।
এ জেলেই সংঘর্ষে ৪৬ জন নারী বন্দির মৃত্যু হয়েছিল। জেলটিতে ৯০০ বন্দি থাকতে পারে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- কারাগার
- নিয়ন্ত্রণ
- সেনাবাহিনী