৯ জানুয়ারি রাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠিত হবে জিমি কার্টারের অন্ত্যেষ্টিক্রিয়া
আগামী ৯ জানুয়ারি রাষ্ট্রীয় আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টারের অন্ত্যেষ্টিক্রিয়া। তাঁর সম্মানে দিনটিতে দেশজুড়ে পালন করা হবে জাতীয় শোক।
জিমি কার্টারের অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠান হবে ওয়াশিংটন ন্যাশনাল ক্যাথেড্রালে। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর পক্ষ থেকে গতকাল সোমবার এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে।
গত রোববার জর্জিয়া অঙ্গরাজ্যের প্লেইনসে নিজ বাড়িতে শেষনিশ্বাস ত্যাগ করেন কার্টার। তাঁর বয়স হয়েছিল ১০০ বছর। গত অক্টোবর মাসে তিনি নিজের শততম জন্মদিন উদ্যাপন করেছিলেন। জিমি কার্টার ইতিহাসের সবচেয়ে দীর্ঘজীবী প্রেসিডেন্ট।
সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, আগামী শনিবার কার্টারের সম্মানে ছয় দিনের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান শুরু হবে। এ সময়ে কার্টারের মরদেহ মোটর শোভাযাত্রা করে তাঁর নিজ শহর জর্জিয়ার প্লেইনস থেকে আটলান্টায় নিয়ে যাওয়া হবে। পথে যে খামারে কার্টারের শৈশব কেটেছে, সেখানে শোভাযাত্রা থামবে। সেখানে ‘ন্যাশনাল পার্ক সার্ভিস’ ঐতিহাসিক ফার্ম বেলটি ৩৯ বার বাজাবে। যুক্তরাষ্ট্রের ৩৯তম প্রেসিডেন্ট ছিলেন কার্টার।