গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহত সাড়ে ৪৫৫৪১, নারী-শিশুই প্রায় ৩১ হাজার
www.ajkerpatrika.com
প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৩
গাজায় ইসরায়েলি আগ্রাসন চলছে ৪৫১ দিন ধরে। এই সময়ে অঞ্চলটিতে ইসরায়েলি হামলায় নিহত হয়েছে সাড়ে ৪৫ হাজারের বেশি মানুষ। আর নিহতদের মধ্যে দুই-তৃতীয়াংশই নারী ও শিশু। নিহত হওয়া ছাড়াও ইসরায়েলি হামলার কারণে এখনো বিভিন্ন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে নিখোঁজ হয়ে আছেন ১১ হাজারের বেশি ফিলিস্তিনি।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি ও লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর এই তথ্য জানিয়েছে।
আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে—বিগত ৪৫০ দিনে গাজায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন ৪৫ হাজার ৫৪১ জন। এই সময়ে আহত হয়েছেন আরও অন্তত ১ লাখ ৮ হাজার ৩৩৮ জন। নিহতদের মধ্যে শিশু ১৮ হাজার ৮৫৮ জন এবং নারী ১১ হাজার ৯৪৬ জন।