বিশ্বে সবার আগে নতুন বছর শুরু হবে যেখানে
সময়ের ভিন্নতা থাকায় বিশ্বের সবজায়গায় একসঙ্গে নতুন বছর শুরু হয় না। তো, কোন জায়গায় সবার আগে এবং কোন জায়গায় সবার পরে নতুন বছর শুরু হবে? মজার ব্যাপার হলো, যেখানে সবার প্রথমে ও নতুন বছর শুরু হবে সেখানে মানুষের বসবাস নেই!
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সানের তথ্য অনুযায়ী, যুক্তরাজ্য চলে গ্রিনিজ মান সময় (জিএমটি) অনুযায়ী। যেটিকে পুরো বিশ্বের সময়ের ভিত্তি হিসেবে ধরা হয়। গ্রিনিচ হলো একটি দ্বীপ। এটি মূল মধ্যরেখার স্থান এবং দাঘ্রিমাংশের লাইন। যেটি ০ ডিগ্রিকে নির্দেশ করে। সেখানেই বিশ্বের পূর্ব ও পশ্চিম গোলার্ধ বিভক্ত হয়েছে। এর মাধ্যমে এটি সময়ের নির্দেশক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এটি চিহ্নিত করেছে ইংল্যান্ডের গ্রিনিচের রয়্যাল অবজারভেটরি।
এই সময় অনুযায়ী, কিরিমাতি দ্বীপে সবার আগে নতুন বছর শুরু হবে। এছাড়া ২০২৪ সালও এখানে সবার আগে শেষ হবে। অপরদিকে তোঙ্গা, নিউজিল্যান্ড এবং সামোয়া পূর্ব অস্ট্রেলিয়া এবং মধ্য অস্ট্রেলিয়ার আগে নতুন বছর উদযাপন করবে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- নতুন বছর
- নতুন বছর বরণ