ষড়যন্ত্র নয়, হাতিয়ার হোক রাজনীতি

জাগো নিউজ ২৪ প্রভাষ আমিন প্রকাশিত: ২৬ জুন ২০২৩, ১৩:১১

গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুরকে আমি বেশ পছন্দ করি। প্রথম কথা হলো, যে কোটা সংস্কার আন্দোলন দিয়ে নুরুল হক নুরের উত্থান, আমি নৈতিকভাবে সে আন্দোলনের বিপক্ষে ছিলাম, এখনও আছি। সেই আন্দোলনের মতো এখনও নুরের অনেক অবস্থানের সাথে আমার সুস্পষ্ট দ্বিমত আছে। তারপরও নুরকে আমি বেশ পছন্দ করি। পছন্দ করি তার সাহসের জন্য, লেগে থাকার ধৈর্যের জন্য।


প্রথমে বলে নেই, কোটা সংস্কার আন্দোলনের কথা। আমি এখনও মনে করি, একটি সভ্য সমাজে সুযোগের ন্যায্য বণ্টনের জন্য কোটা থাকাটা জরুরি। স্রেফ মেধার জোরে সব বিবেচনা করলে দুর্বল, প্রান্তিক, গরিব মানুষেরা বারবার বঞ্চিত হবে। সমান অধিকার নয়, রাষ্ট্রের দায়িত্ব সব অধিকার ন্যায্যতার সাথে বণ্টন করা। দুর্বলের পাশে থাকা। কিন্তু কোটা নয়, মেধার ভিত্তিতেই চাকরির দাবিতে মাঠে নামা শিক্ষার্থীদের আন্দোলন খুব সহজেই মানুষের বিপুল সমর্থন পায়। এক পর্যায়ে সরকার সে দাবি মেনেও নেয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও