জি কে শামীমের অর্থ পাচার মামলার রায় পেছাচ্ছে

বিডি নিউজ ২৪ ঢাকা জেলা ও দায়রা জজ আদালত প্রকাশিত: ২৫ জুন ২০২৩, ১০:২৮

যুবলীগের কথিত নেতা এস এম গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমসহ আট জনের বিরুদ্ধে অর্থপাচার মামলার রায় ঘোষণার তারিখ পিছিয়ে যাচ্ছে।


রোববার ঢাকার ১০ নম্বর বিশেষ জজ আদালতে এ মামলার রায় ঘোষণার তারিখ ছিল। কিন্তু এই আদালতের বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম আরও একদিন যুক্তিতর্ক শুনতে চাওয়ায় রায় ঘোষণা হচ্ছে না বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী আজাদ রহমান জানান।


আজাদ রোববার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজ রায় হচ্ছে না। অধিকতর যুক্তিতর্ক ও রায়ের দিন ঠিক ছিল আজ। কিন্তু বিচারক আরও একবার যুক্তিতর্ক শুনবেন, যদি আসামিপক্ষ শুনানিতে প্রস্তুত থাকেন। যুক্তিতর্ক শেষে তিনি রায়ের তারিখ দেবেন।“


রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে গত ১৫ জুন বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম রায় ঘোষণার জন্য ২৫ জুন দিন রেখেছিলেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও