গত পহেলা জুন বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের বাজেট পেশ করেছেন। চলতি অর্থবছরে ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার বাজেট বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে শিক্ষা খাতের ব্যয় ধরা হয়েছে ৮৮ হাজার ১৬০ কোটি টাকা। এই ব্যয় প্রস্তাবিত মোট বাজেটের ১৩ দশমিক ৭ শতাংশ এবং জিডিপির ১ দশমিক ৮১ শতাংশ। এ বছরের প্রস্তাবিত বাজেট বরাদ্দ গত বছরের তুলনায় ১৭ হাজার ৬৬৫ কোটি টাকা বেশি। গত বছরের বাজেট বরাদ্দ ছিল ৭০ হাজার ৫০৭ কোটি টাকা। শতকরা হিসাবে ১২ দশমিক ০০ শতাংশ। কিন্তু জিডিপির ১ দশমিক ৮৩ শতাংশ। তাই টাকার অঙ্কে বাড়লেও শিক্ষায় বরাদ্দের ব্যাপারে সরকারের অঙ্গীকারের প্রতিফলন ঘটেনি।
- ট্যাগ:
- মতামত
- বাজেট
- বাংলাদেশের মানসম্মত শিক্ষা