কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

১৬ রানে ৬ উইকেট হারিয়েও অবিশ্বাস‍্য জয়ে ফাইনালে বাংলাদেশ

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২০ জুন ২০২৩, ১৬:৪৪

শুরুতেই ব্যাটিং ধস। ১৬ রানে নেই ৬ উইকেট। সেখান থেকে দলকে টেনে তুললেন নাহিদা আক্তার। তার কার্যকর ইনিংসে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে লড়ার মতো পুঁজি গড়ল বাংলাদেশ। পরে বল হাতেও আলো ছড়ালেন তিনি। সঙ্গে বাকিদের নিয়ন্ত্রিত বোলিংয়ে পাকিস্তানের বিপক্ষে অসাধারণ এক জয় তুলে নিল লতা মণ্ডলের দল।


নারী ইমার্জিং টিমস এশিয়া কাপের উদ্বোধনী আসরের ফাইনালে জায়গা করে নিল বাংলাদেশ। হংকংয়ে মঙ্গলবার রোমাঞ্চকর সেমি-ফাইনালে পাকিস্তানকে তারা হারায় ৬ রানে।


টি-টোয়েন্টি এই টুর্নামেন্টে ছিল বিরূপ প্রকৃতির দাপট। টানা ৮ ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পর এদিন রিজার্ভ ডেতে শেষ চারের লড়াইয়েও ব্যতিক্রম হয়নি। ভেসে যায় ভারত ও শ্রীলঙ্কার মেয়েদের প্রথম সেমি-ফাইনাল। বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিতীয় সেমি-ফাইনালের খেলা শুরু হয় প্রায় আড়াই ঘণ্টা দেরিতে।


৯ ওভারে নেমে আসা ম্যাচে ৭ উইকেটে ৫৯ রান করে বাংলাদেশ। পরে বোলারদের সম্মিলিত চেষ্টায় পাকিস্তানকে তারা আটকে দেয় ৫৩ রানে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও