You have reached your daily news limit

Please log in to continue


ডাকেটের ১৬৫, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ডের বিশ্বরেকর্ড সংগ্রহ

ভারতের মাটিতে ৩-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ হেরে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি সেরেছিল ইংল্যান্ড। তবে মেগা টুর্নামেন্টটিতে অস্ট্রেলিয়ার অনভিজ্ঞ বোলিং লাইনআপের বিপক্ষে রীতিমতো ঝড় তুললেন ইংলিশ ব্যাটাররা। ওপেনার বেন ডাকেট তো চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস খেলেছেন। ইংল্যান্ডও টুর্নামেন্টটির ইতিহাসে ৩৫১ রানের সর্বোচ্চ দলীয় সংগ্রহ পেয়েছে।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আজ (শনিবার) চ্যাম্পিয়ন্স ট্রফির হাইভোল্টেজ ম্যাচটিতে টস জিতে আগে ফিল্ডিং নেন অজি অধিনায়ক স্টিভ স্মিথ। ইনিংসের শুরু থেকেই ইংলিশরা ছিল চিরাচরিত মারমুখী ভঙ্গিতে। বিশ্ব ক্রিকেটে তারা এমন বাজবল খেলার জন্য বিখ্যাত। যদিও ম্যাচের ফল অনেক সময় পক্ষে থাকে না। তবে থোড়াই কেয়ার করা ইংল্যান্ড অস্ট্রেলিয়ান বোলারদেরও সেই আগুনে মেজাজেই তুলোধুনো করেছেন।

চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সর্বোচ্চ রানের রেকর্ড ছিল নিউজিল্যান্ডের। ২০০৪ আসরে তারা যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৩৪৭ রান করেছিল। সেই ম্যাচে কিউইদের প্রতিপক্ষ ছিল আইসিসির একটি সহযোগী দেশ। কিন্তু আজ একঝাঁক রেকর্ডগড়া ইংল্যান্ড রেকর্ড গড়েছে ওয়ানডেতে সর্বোচ্চ ছয়বারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে। ওপেনার ডাকেটের ইনিংসটি থেমেছে ১৬৫ রানে, এ ছাড়া জো রুট করেছেন ৬৮ রান। আরও কয়েকটি ছোট ক্যামিওতে নির্ধারিত ৫০ ওভারে ইংল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ৮ উইকেটে ৩৫১ রান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন