মিয়াঁদাদের ক্যাঙ্গারু লাফ থেকে গম্ভীর-আফ্রিদির লড়াই

যুগান্তর প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫২

কেউ কারে নাহি ছাড়ে, সমানে সমান। ভারত-পাকিস্তান ম্যাচ আক্ষরিক অর্থেই যেন তাই। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ মানেই যেন বাড়তি উত্তেজনা। দুভাগে বিভক্ত গোটা বিশ্বের ক্রিকেটপ্রেমিরা। মাঠে বসে ম্যাচ দেখতে ভিড় জমায় দর্শকরা। রেকর্ড উচ্চতায় পৌঁছায় একেকটি টিকিট। জমে উঠে চায়ের আড্ডা। একে অন্যকে হারাতে কথার লড়াইয়ে নামে দুদলের সমর্থকরা। তুমুল উত্তেজনাকর সেই ম্যাচটিই আজ মাঠে গড়াতে যাচ্ছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুবাইয়ে বাংলাদেশ সময় দুপুর ৩টায় মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান।


দুই দলের এই ম্যাচ নিয়ে বাড়তি আগ্রহের কারণও আছে। অতীতে এমন সব শ্বাসরুদ্ধকর ম্যাচ হয়েছে দুদলের মাঝে যা এই ম্যাচকে দিয়েছে ভিন্নতা। তাছাড়া মাঠে দুদলের ক্রিকেটার যুদ্ধংদেহী মনোভাব এই লড়াইটাকে আলাদা মাত্রা দিয়েছে। জাভেদ মিয়াঁদাদের ক্যাঙ্গারু লাফ থেকে গম্ভীর-আফ্রিদির একে অন্যের দিকে তেড়ে যাওয়া এখনও দাগ কেটে আছে ক্রিকেটপ্রেমিদের মনে। বিতর্কিত সেই সব মুহূর্ত নিয়েই এই প্রতিবেদন।


মিয়াঁদাদের ক্যাঙ্গারু লাফ


পাকিস্তানের জাভেদ মিয়াঁদাদ ব্যাটিংয়ের সঙ্গে স্লেজিংয়ের জন্যও আলাদাভাবে পরিচিত ছিলেন। প্রতিপক্ষকে অস্থির করে তুলতে স্লেজিং ছিল তার অন্যতম প্রধান অস্ত্র। ১৯৯২ বিশ্বকাপে ভারতের বিপক্ষে মিয়াঁদাদের সেই স্লেজিং এখনও মনে রেখেছে দেশটির ক্রিকেটপ্রেমিরা।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও