দুই তরুণ হার্শিত রানা এবং আর্শদীপ সিংয়ের পাশে মোহাম্মদ শামি। ভারতের পেস বোলিং আক্রমণের নেতৃত্বটা মোহাম্মদ শামির হাতে, সেটা অবধারিত। জাসপ্রিত বুমরাহ নেই, সঙ্গে মোহাম্মদ সিরাজকেও রাখা হয়নি। স্বাভাবিকভাবেই সাফল্যের জন্য শামির দিকে তাকিয়ে থাকছে ভারত। আর সেটা অন্তত প্রথম ম্যাচে দারুণভাবে ফিরিয়েও দিয়েছেন তিনি।
বাংলাদেশের বিপক্ষে ৫ উইকেট নিয়ে ধ্বংসযজ্ঞটা চালিয়েছেন বলতে গেলে একা হাতেই। পাকিস্তানের বিপক্ষে আগামীকালের মহাগুরুত্বপূর্ণ ম্যাচেও এই পেসারের দিকেই তাকিয়ে থাকবে গৌতম গম্ভীরের দল। ইনজুরি থেকে ফিরে বেঙ্গালুরুতে অবস্থিত এনসিএ-তে বড় সময় পার করেছেন। কাজ করেছেন ফিটনেস নিয়ে। আর সেটার সুফলও পাচ্ছেন দারুণভাবে।