You have reached your daily news limit

Please log in to continue


২-০ গোলের জয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করল বার্সেলোনা

লা লিগার পয়েন্ট টেবিলে অ্যাতলেটিকো মাদ্রিদের শীর্ষে ফেরাটা বেশিক্ষণ স্থায়ী হয়নি। তারা ভ্যালেন্সিয়াকে ৩-০ গোলে হারানোর পর একইদিন বার্সেলোনা লাস পালমাসকে হারিয়ে ফের শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে। যদিও ম্যাচটি লম্বা সময় ধরে ছিল গোলশূন্য ড্র। এরপর দুই বদলি খেলোয়াড়ের গোলে ২-০ ব্যবধানে টেবিলের তলানির দিকে থাকা লাস পালমাসকে হারাল কাতালানরা।

গতকাল (শনিবার) রাতে প্রতিপক্ষের মাঠ গ্রান ক্যানেরিয়ায় প্রথমার্ধে বেশ ভুগতে হয়েছে সফরকারী বার্সেলোনাকে। একইসঙ্গে ওই সময়ে কেউই গোল করতে পারেনি। পরে একটি করে গোল করে সেই ডেডলক ভাঙেন দানি ওলমো ও ফার্মিন লোপেজ। দ্বিতীয়ার্ধে জয় নিশ্চিত করে চলতি আসরের প্রথম ম্যাচে হারের শোধ নিলো বার্সা। গত নভেম্বরে ঘরের মাঠে তারা লাস পালমাসের কাছে হেরেছিল ২-১ গোলে।

ম্যাচের শুরুতেই ভালো সুযোগ পায় স্বাগতিক লাস পালমাস। কিন্তু তাদের নেওয়া নিচু শট ঠেকিয়ে দেন বার্সা গোলরক্ষক ভয়চেক সেজনি। মিনিট দুয়েক পর বার্সাও সুযোগ পায়, কিন্তু রবার্ট লেভান্ডফস্কির হেডটি ঠিক লক্ষ্যে ছিল না। এরপর তিনি আরেকটি ফ্রি-কিক উড়িয়ে মারেন বাইরে দিয়ে। প্রথমার্ধজুড়ে লাস পালমাসের রক্ষণ ছিল জমাটবদ্ধ। এরই মাঝে তারা একাধিকবার বার্সার অর্ধেও উত্তাপ ছড়ায়। বিরতির আগে লামিনে ইয়ামালের নেওয়া একটি কোনাকুনি শটও চলে যায় বাইরে দিয়ে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন