![](https://cdn.dhakapost.com/media/imgAll/BG/2023June/provash-20230620110511.jpg)
ডেঙ্গুতে মৃত্যু : শঙ্কিত করে আমাদের
ইংরেজি বানান ধরলে উচ্চারণটা হওয়ার কথা ‘ডেঙ্গি’, ডাক্তাররা এখনো তাই বলেন। কিন্তু বাংলাদেশের গণমাধ্যমে কীভাবে কীভাবে যেন এটি 'ডেঙ্গু' হিসেবেই কুখ্যাতি লাভ করেছে। বাংলাদেশে প্রথম ডেঙ্গু জ্বর শনাক্ত হয় ২০০০ সালে। তার মানে এর আগে বাংলাদেশে ডেঙ্গু ছিল না, তেমনটি বলা সঙ্গত হবে না।
বলা ভালো, ২০০০ সালের আগে বাংলাদেশে ডেঙ্গু শনাক্ত হয়নি। তবে ডেঙ্গু কিন্তু হাজার বছরের পুরোনো অসুখ। আমাদের অজ্ঞানতাকে আমরা রহস্যের আবরণে ঢেকে রাখি। আমার বাবা যখন ক্লাস থ্রি'তে পড়েন, তখন তার বাবা, মানে আমার দাদা ক্বারী আব্দুর রহমান মারা গেছেন।
তারপর ছোট দুই ভাই আর মাকে নিয়ে আমার বাবাকে পাড়ি দিতে হয়েছে সংগ্রামমুখর এক লম্বা পথ। পরে দাদির কাছ থেকে শুনেছি, 'তিনদিনের জ্বরে তর দাদায় মইরা গেল।' সেই আমলে আমার দাদার মৃত্যুর কারণ যে 'তিনদিনের জ্বর' তা শনাক্ত করার কোনো উপায় ছিল না। সময়ের সাথে সাথে চিকিৎসা ব্যবস্থার উন্নতি ঘটেছে, শনাক্তকরণ পদ্ধতি আধুনিক হয়েছে। এই সময়েও ডেঙ্গু আক্রান্ত হয়ে মানুষের মৃত্যু আমাদের জন্য বেদনার, গ্লানির।