কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বিসিএস বঞ্চিত এক হাজার

সমকাল নাজমুজ সাকিব প্রকাশিত: ২০ জুন ২০২৩, ০১:৩১

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ১৮টি বিভাগের শিক্ষার্থীদের ৪৫তম বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারার বিষয়টি অত্যন্ত দুঃখজনক। দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের ৬টি অনুষদে ২৫টি বিভাগের মধ্যে ৪টি বিভাগের শিক্ষার্থীরা বিসিএস পরীক্ষা দিতে পেরেছেন; ৩টির কোনো ব্যাচ বের হয়নি এবং ১৮টি বিভাগের শিক্ষার্থীরা সেশনজটের কারণে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেননি। এই যে সেশনজটের কারণে এক হাজারের বেশি শিক্ষার্থীর স্বপ্ন পূরণ না হওয়া; যথাসময়ে লক্ষ্যে পৌঁছাতে না পারা– এই ব্যর্থতার দায়ভার কার?


বিভিন্ন সময়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সেশনজটের কথা বলা হলে, তারা নিরসনের আশ্বাস দিয়ে গেছে। কিন্তু সেই আশ্বাসের ফল আজকের এই হাজার শিক্ষার্থীর স্বপ্নভঙ্গ। ১৮ বিভাগের শিক্ষার্থীদের বিসিএস দিতে না পারার বিষয় বিভিন্ন সংবাদমাধ্যমে এসেছে। সেখানে উপাচার্য বলেছেন, ‘করোনাকালীন এবং এর আগের সেশনজট নিরসনে আমি আগে থেকেই ডিন ও বিভাগের চেয়ারম্যানদের নির্দেশ দিয়েছি।’ উপাচার্য কি জানেন, শিক্ষার্থীদের এই স্বপ্নভঙ্গের পেছনে করোনাকালীন জট নয়, সাধারণ সেশনজটই দায়ী? করোনাকালীন জট নিরসন দূরের কথা, সাধারণ সেশনজট নিরসনেই যখন ব্যর্থতা, তখন বলতেই পারি, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে শিক্ষার্থীরা অবহেলিত।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও