অসংগতিপূর্ণ সমাজ ও উন্নয়ন
সমাজ কি এগোচ্ছে? দেশ এগোচ্ছে এটা আমরা জানি এবং মানিও। কিন্তু সমাজ ছাড়া কি দেশ এগোতে পারে? উন্নয়ন ও বিস্তারের পাশাপাশি আরেকটি বিষয় হলো সমাজ সংহতি। সেটা যে নেই, তার প্রমাণ প্রায়ই পাই আমরা। একটা সময় ছিল, যখন ঘুম ভাঙলেই দেখতাম দেশে রাজনৈতিক গন্ডগোল চলছে।
সেই সময়কালে হরতাল, ধরপাকড়, ভাঙচুর ছিল নৈমিত্তিক। আমাদের যৌবন সুখে কাটেনি। সুখ কাকে বলে, তা-ও আমরা জানতাম না। এরশাদের আমলে আমাদের কাজ ছিল স্বৈরাচার তাড়ানোর সংগ্রামে মনোনিবেশ করা। সাহিত্য, সংস্কৃতি, এমনকি জীবনও দখল করতে চেয়েছিলেন এরশাদ। পারেননি।
- ট্যাগ:
- মতামত
- সমাজ পরিবর্তন
- সমাজ
- সমাজসেবা
- সমাজ ব্যবস্থা