You have reached your daily news limit

Please log in to continue


আন্তর্জাতিক অঙ্গনে এখন বাংলাদেশ উন্নয়ন মডেলের চেয়ে রাজনৈতিক বন্দোবস্ত বেশি আলোচ্য বিষয়

বাংলাদেশের অর্থনীতিতে চলমান নিম্নমুখী চাপের সূত্রপাত হয়েছিল কভিড মহামারীর আগেই। কভিড মহামারী কেবল বিদ্যমান কাঠামোগত ফাটল এবং প্রাতিষ্ঠানিক ভঙ্গুরতাকে উন্মুক্ত করে তুলে ধরেছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, হ্রাসমান বৈদেশিক মুদ্রার মজুদ ও ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয় অর্থনৈতিক দুর্দশাকে আরো বাড়িয়ে তুলেছে।

মহামারী শুরু হওয়ার আগে থেকেই বাংলাদেশ কাঠামোগত চ্যালেঞ্জের মুখোমুখি ছিল। দারিদ্র্য বিমোচন এরই মধ্যে ধীর হতে শুরু করেছিল। দেশের প্রবৃদ্ধি হলেও তার সাথে কর্মসংস্থান বাড়ছিল না। শ্রমের তুলনায় মূলধনের ওপর উচ্চতর রিটার্নের কারণে বৈষম্যও দ্রুতগতিতে বাড়ছে। সমতার পরিমাপ হিসেবে ব্যবহৃত জিনি সহগ সূচকের মান ২০১৬ সালে শূন্য দশমিক ৪৮২, ২০১০ সালে শূন্য দশমিক ৪৫৮ ছিল। বিষয়টি আসলেই উদ্বেগজনক। ধনীদের শীর্ষ ৫ শতাংশ দেশজ মোট আয়ের ৯৫ শতাংশ দখল করে রেখেছে। এখন শূন্য দশমিক ৪৯৯; খুবই উদ্বেগজনক।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন