You have reached your daily news limit

Please log in to continue


বাজেট: এ সময়ের অসুবিধায় থাকা শিক্ষার্থীরা কী পেল?

জাতীয় সংসদে উপস্থাপিত ২০২৩-২৪ অর্থবছরের বাজেটের আকার ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ হাজার কোটি টাকা। এর ৬৪ শতাংশ পরিচালন এবং বাকি ৩৬ শতাংশ উন্নয়ন ব্যয় হিসেবে রাখা হয়েছে। আকারের দিক থেকে এই বাজেট চলতি অর্থবছরের বাজেটের তুলনায় ১২ দশমিক ৩ শতাংশ বড়। মূল্যস্ফীতি, সংশোধিত বাজেটে কাটছাঁট করার প্রবণতা এবং খরচ করতে না পারার অদক্ষতাকে আমলে নিলে এই বাড়তি প্রকৃতপক্ষে আমলযোগ্য হয় না। বাংলাদেশ জনসংখ্যার দিক থেকে পৃথিবীর অষ্টম বৃহত্তম দেশ হলেও বাজেটের আকারের দিক থেকে এ দেশের স্থান ১২০টি দেশের মধ্যে ৯৫তম।

বাংলাদেশে একটা প্রবণতা হলো, শিক্ষার সঙ্গে অন্য কোনো মন্ত্রণালয়ের বাজেট জুড়ে দিয়ে উপস্থাপন করা। এতে এর আকার একটু বড় দেখায় বটে, কিন্তু শিক্ষা বাজেটের প্রকৃত চিত্র ধরা দেয় না। একসময় ক্রীড়া ও সংস্কৃতি, এমনকি ধর্ম মন্ত্রণালয়ের বাজেটও শিক্ষার সঙ্গে জুড়ে দিয়ে উপস্থাপন করা হতো। এরপর শুরু হলো বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের বাজেট জুড়ে দেওয়ার পালা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন