কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

উন্নয়নের নকশাতেই গন্ডগোল

সমকাল অধ্যাপক আনু মুহাম্মদ প্রকাশিত: ১৫ জুন ২০২৩, ০২:৩১

আগের বছরের তুলনায় এবারও বাজেট বড় হয়েছে। সেটাই স্বাভাবিক। বয়স যেমন সব সময়ই বাড়ে, অর্থনীতির আকারও তেমন ক্রমশ বড় হওয়ার কথা। বাজেটের বেলাতেও তাই। তবে বাজেটের আকার বড় মানেই তা জনগণের প্রাপ্তি নয়।


বাজেট একটি দেশের সরকারের সামগ্রিক উন্নয়ন দর্শনের বার্ষিক দলিল। প্রচলিত বাজেট আলোচনার একটা বড় সীমাবদ্ধতা হচ্ছে, আয় ও ব্যয় বরাদ্দের পরিসংখ্যানেই তা আটকে থাকে। কোথা থেকে সরকার আয় করে, কোথায় তা ব্যয় করে, তা নির্ভর করে সরকারের উন্নয়ন দর্শনের ওপর। সামাজিক কোন শ্রেণিশক্তি ও গোষ্ঠীর স্বার্থের প্রতিনিধিত্ব করছে সরকার– তার প্রতিফলন ঘটে বাজেটে। আয়-ব্যয় ঠিকভাবে বিশ্লেষণ করলেই তা স্পষ্ট হয়। পরিসংখ্যানের স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতাও প্রশ্নের বিষয়। বাজেট বিশ্লেষণে বরাদ্দের পরিমাণ বিশ্লেষণ যেমন দরকার; পাশাপাশি দরকার এর গুণগত বিশ্লেষণ। বরাদ্দ মানেই তা জনস্বার্থে ব্যয় হচ্ছে– এমনটা কোনোভাবেই বলা যায় না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও