আইনের অধীনে নির্বাচন করতে সংলাপ কেন?
বাংলাদেশের সংবিধান অনুসারে প্রজাতন্ত্রের সব ক্ষমতার মালিক জনগণ। এই জনগণের মধ্য থেকে কিছু মানুষ রাজনৈতিক ব্যানারে যুক্ত হয়ে রাষ্ট্রীয় ক্ষমতা পরিচালনা করেন। জনগণ তাদের মেন্ডেট দেয় রাষ্ট্র পরিচালনার এবং রাষ্ট্রের জনগণের ভালো মন্দ দেখাশোনার। রাষ্ট্র পরিচালনা করতে আইন প্রণয়ন করতে হয়। যে আইন রাষ্ট্রের সব নাগরিক এমনকি রাজনৈতিক ব্যানারে যারা আছেন এবং রাষ্ট্র পরিচালনায় যারা থাকেন তাদের সবার জন্যই একই। দুর্নীতি, অনিয়ম, অব্যবস্থাপনা রোধসহ সব ধরনের অপরাধ ও অনিয়ম থেকে জনগণকে দূরে রাখা এবং জনগণের সুরক্ষার দেওয়ার ব্যবস্থা থাকে বিদ্যমান আইনে। জনগণ যে রাজনৈতিক দলগুলো রাষ্ট্রপরিচালনার দায়িত্ব দেন তারও নির্দিষ্ট আইনি কাঠামো আছে। অর্থাৎ কীভাবে নির্বাচন হবে, কারা নির্বাচন করতে পারবেন, কারা নির্বাচন পরিচালনা করবেন সব কিছুই আইনি ধারায় নির্দিষ্ট করা আছে। তাহলে প্রতি নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলো কেন সংঘাত-সহিংসতায় জড়ায়? যা জনগণকে অস্বস্তিকর পরিবেশে ফেলে। প্রশ্ন ওঠা কী স্বাভাবিক নয়, যে যারা আইন প্রণয়ন করেন জনগণের জন্য, যারা জনগণকে আইন মেনে চলতে বলেন তারা কেন আইন মানছেন না?
’৯০-এর গণআন্দোলনের পর বলা হয় গণতন্ত্রের পথে হাঁটছে বাংলাদেশ। রাজনৈতিক দলগুলো কোনো নির্বাচনের আগে জনগণকে স্বস্তি দেয়নি। কোনো না কোনো ইস্যুতে দলগুলোর মধ্যে বিতর্ক হয়েছে। জনগণকে ভুগিয়েছে, যা শেষ পর্যন্ত দেনদরবারে পৌঁছিয়েছে। আর এই দেন দরবার দেশের সীমানার মধ্যে সীমাবদ্ধ ছিল না। প্রতিবারই আন্তর্জাতিক মধ্যস্থতার মধ্য দিয়ে হয়েছে, যা জাতি হিসেবে আমাদের লজ্জিত করে।