কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

টাকা ও ডলারের খোঁজে দিশেহারা

সমকাল ফয়েজ আহমদ তৈয়্যব প্রকাশিত: ১৪ জুন ২০২৩, ০১:৩১

বাংলাদেশে অর্থনীতির চলমান প্রধান সমস্যা অতি উচ্চ মূল্যস্ফীতি। দ্বিতীয় প্রধান সমস্যা ডলারের সংকট। জ্বালানি আমদানির বকেয়াসহ সব ধরনের আমদানির নতুন-পুরোনো ব্যয় ও বকেয়া, বিদেশি ঋণের সুদ প্রদানের জন্য ডলারের জোগান জরুরি। অর্থনীতির তৃতীয় সংকট টাকার সংকট, এবং চরম বাজেট ঘাটতি। রয়েছে আমদানি নিয়ন্ত্রণে স্ব-আরোপিত অর্থনৈতিক সংকোচন। বিদ্যুতের জ্বালানির সংকট এবং কাঁচামালস্বল্পতায় বিপর্যস্ত শিল্প উৎপাদন। আছে বিশাল মন্ত্রিসভার খরচসহ মাথাভারী প্রশাসনের উচ্চ পরিচালনা ব্যয়, বাজেটের অতি স্ফীত অনুন্নয়ন ব্যয় এবং টাকা ছাপানোর সংকট। আরও বড় সমস্যা মানুষের ভেঙে পড়া সঞ্চয়; ক্রয়ক্ষমতা কমে যাওয়া এবং বর্ধিত বেকারত্ব।


ডলার সংকট মোকাবিলায় সরকার এলসি খোলায় নিয়ন্ত্রণ আরোপ করলেও সংকট থামেনি, বরং অর্থনীতিতে মন্দা শুরু হয়েছে। নতুন সমস্যা বিদেশি ঋণের সুদ, বকেয়া দায়-দেনা মিলে ফিন্যান্সিয়াল অ্যাকাউন্ট ব্যালান্স ডেফিসিট দাঁড়িয়েছে প্রায় ১০ বিলিয়ন ডলার। নতুন করে আমদানি নিয়ন্ত্রণের ঝুঁকি অর্থনীতিতে ভীতি সঞ্চার করেছে। ডলার সংকটে দেশের বাণিজ্য, শিল্প উৎপাদন, রপ্তানি ও পরিষেবা খাতে বড় ধরনের চাপ তৈরি হয়েছে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও