করতোয়া: কাগজ ধরে কি নদীর কখনো সীমানা হয়

প্রথম আলো তুহিন ওয়াদুদ প্রকাশিত: ১৩ জুন ২০২৩, ১০:৩৪

দেশের উত্তরাঞ্চলের করতোয়া অনেক পুরোনো নদী। মহাভারতসহ বিভিন্ন শাস্ত্রীয় গ্রন্থে এই নদীর উল্লেখ আছে। হিন্দুধর্মাবলম্বীরা বিশ্বাস করেন, করতোয়ায় বাসনা পূরণ ও পাপমোচন হয়। এই নদীর নামকরণের সঙ্গেও জড়িয়ে আছে শাস্ত্রীয় বিষয়। বলা হয়ে থাকে, শিবের হাত ধোয়া (কর ধোয়া) পানি থেকে এই নদীর উৎপত্তি হয়েছে বলে নাম হয়েছে করতোয়া।


নদী-গবেষক মাহবুব সিদ্দিকী ও শেখ মেহ্‌দী মোহাম্মদ করতোয়া নদীর তীরবর্তী জনজীবন: অতীত ও বর্তমান শীর্ষক বইয়ে লিখেছেন, প্রাচীনকালে করতোয়া নদী ‘সদানীরা’ নামেও পরিচিত ছিল। সদা অর্থ সব সময় এবং নীর অর্থ পানি। সারা বছর প্রবহমান থাকত বলে করতোয়ার আরেক নাম ‘সদানীরা’।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও