কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

অন্ধকার সময়ে আলোর মুক্তি

ঢাকা পোষ্ট প্রভাষ আমিন প্রকাশিত: ১১ জুন ২০২৩, ১২:৫৫

সে এক বিস্ময়কর সময়। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে ১/১১-এর দুই বছরের সময়টাই অন্যরকম এক অন্ধকার সময় হয়ে আছে। তাদের মূল লক্ষ্য ছিল বিরাজনীতিকরণ, মানে রাজনীতি থেকে রাজনীতিকে দূর করা। 'মাইনাস টু' ফর্মুলা তো তাদের প্রায় ঘোষিতই ছিল। সেই অন্ধকার সময়ের এক ভোরে বাংলাদেশকে আরও অন্ধকার করে দিলো একটি খবর।


২০০৭ সালের ১৬ জুলাই ভোরে খবর পেলাম আওয়ামী লীগ সভানেত্রীর বাসভবন সুধা সদন ঘিরে রেখেছে পুলিশ। সম্ভবত ভোর ৫টা তখন। আমার বাসা তখন সেন্ট্রাল রোডে, অফিস উত্তরায়। আমি তখন সিএসবি নিউজে কাজ করি। রেডি হতে হতে ফোন করছিলাম। অফিসে ফোন করে অ্যালার্ট করলাম। সাথে খুঁজতে থাকলাম কাছাকাছি বাসা, এমন একজন প্রেজেন্টার।


কোনো নিয়মিত প্রেজেন্টারকেই ফোনে পেলাম না। পেলাম নওরোজ ইমতিয়াজকে। তার বাসা বনানী। বললাম, দ্রুত অফিসে যান। কিন্তু বৃষ্টি থাকায় তিনি বাইক নিয়ে বেরুতে পারছিলেন না। তাকে অপেক্ষা করতে বলে আমি গেলাম সুধা সদনে। সেখানে ফটোগ্রাফার জীবনের কাছ থেকে কিছু ফুটেজ নিয়ে ছুটলাম উত্তরায়। বনানী থেকে তুললাম নওরোজকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও