প্রধানমন্ত্রীর কাতার সফরের সাফল্য

কালের কণ্ঠ এ কে আবদুল মোমেন প্রকাশিত: ০৮ জুন ২০২৩, ১৩:০০

মধ্যপ্রাচ্যের অত্যন্ত সফল ও উন্নত দেশ কাতার। আয়তন ও জনসংখ্যার তুলনায় ক্ষুদ্র হলেও গোটা বিশ্বে মাথাপিছু আয়ের দিক থেকে এই দেশটির অবস্থান একেবারে প্রথম সারিতে। এই দেশটির সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক রয়েছে। সম্প্রতি বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাতার সফর করেছেন।

কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত হওয়া এক সম্মেলনে যোগ দিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইভেন্টসহ কাতারের বাদশাহ শেখ তামিম ও রাজপরিবার এবং সরকারি উচ্চ পর্যায়ের মন্ত্রীদের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনায় অংশ নিয়েছেন তিনি। প্রত্যাশা ও প্রাপ্তির জায়গা থেকে অত্যন্ত সফল হয়েছে তাঁর এ সফর। কাতারের আমির তামিম বিন হাম্মাদ থানি এবং জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের আমন্ত্রণে স্বল্পোন্নত দেশগুলো পঞ্চম জাতিসংঘ সম্মেলনের দ্বিতীয় পর্বে যোগ দিতে এই সফরে যান তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও